দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষামন্ত্রী প্রথমে এই ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। অনলাইনে এই ফলাফল পাওয়া যাবে।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবার, যাদের মধ্যে ৯১ হাজার ২২৬ জন জিপিএ-৫ পেয়েছে।
এবারের পাসের হার ঢাকা ৮৭.০৩, রাজশাহী ৯৪.০৩, যশোর-৯২.৬২, চট্টগ্রাম-৮৮.৪৭, দিনাজপুর- ৯০.৬০, কুমিল্লা-৯০.৪১ ও বরিশাল-৮৮.৬৩ এবার পাশের হার সবচেয়ে বেশি রাজশাহী বোর্ডে। আর পাশের হার সবচেয়ে কম ঢাকা বোর্ডে।
২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ একযোগে প্রকাশ করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথমে এই ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এরপর সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন। পরে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে বা কেন্দ্র থেকে কিংবা এসএমএস পাঠিয়ে এই ফলাফল পাওয়া যাবে। মোবাইলে ম্যাসেস পাঠাতে হলে প্রথমে ম্যাসেজ অপশনে যান এবং লিখুন SSC <space> Board Name (First 3 Letter) <space> Roll No (123456) 2013 and send it to 16222.
আপডেট: ফলাফল পাবার বিস্তারিত সকল নিয়মাবলি জানুন
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হলো: educationboardresults.gov.bd
এ ছাড়াও উপরোক্ত সাইট ব্যস্ত থাকলে এই ওয়েবসাইটে ঢুকেও যে কেও রেজাল্ট পেতে পারেন:
http://resultsbd.com/ssc-result/ssc-2013-result-education-board-bangladesh.xhtml