দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ ১৮১ এর টার্গেট দিলো ওমানকে। ম্যাচে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।
আজ ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতে দেখা গেছে একেবারে ভিন্ন চিত্র। রান সংগ্রহ করতে অনেকটা কষ্টই করতে হয়েছে দুই বাঁহাতি ওপেনারকে। সপ্তম ওভারে ১২ রান করে ফিরেও গেছেন সৌম্য। তবে তামিমের ব্যাটে ভর করে লড়াই চালিয়েছে বাংলাদেশ। অবশেষে তামিম িইকবালের সেঞ্চুরির সুবাদে বাংলাদেশ আজকের এই আইসিসি টি-২০ ম্যাচে ২ ইউকেটে ১৮০ রান সংগ্রহ করেছে।