দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে যে কতো গ্রহ-নক্ষত্র রয়েছে তা গুনে শেষ করা যাবে না। তবে এসব গ্রহ-নক্ষত্র মাঝে মধ্যেই মানুষ চমকে দেয়। আকাশে এমনই আশ্চর্য এক আলোর বিন্দু দেখুন!
তবে এই আলোর বিন্দুটি খুব কাছের নয়, এটি ভূপৃষ্ঠ হতে ৪ হাজার ৫৯০ মিটার উঁচুতে অবস্থিত মানস সরোবর লেক। এই লেক ঘিরে প্রচলিত রয়েছে নানারকম গল্প-গুজব। যার মধ্যে অনেক গল্পেরই কোনও ব্যাখ্যা মানুষের জানা নেই। এমনই এক ঘটনা হলো মানস সরোবরের অদ্ভুত আলোর বিন্দু, ভিডিও দেখলে বিষয়টি বুঝতে পারবেন।
মাঝে মধ্যেই রাতের অন্ধকারে মানস সরোবরের পানির ওপর দেখা যায় অদ্ভুত একাধিক আলোর বিন্দু। যা বহুদূর হতে জ্বলজ্বল করে। তবে এই আলোর উৎস কী, তার কোনও ব্যাখ্যা নেই। তীর্থযাত্রীরা মনে করেন যে, ‘সৃষ্টিকর্তা’ নাকি নেমে আসেন পৃথিবীতে! আবার কারও কারও ধারণা ওই আলোগুলো ইউএফও’র। ওরকম আলো সৃষ্টি করে ইটিরা হয়তো অন্য গ্রহ হতে পৃথিবীতে নেমে আসে! তবে এর প্রকৃত কারণ কেওই আবিষ্কার করতে পারেনি।
দেখুন ভিডিওটি