দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২৬ এপ্রিল শুটিং শুরু হবে শাকিব-অপুর ‘বসগিরি’ চলচ্চিতের। বছর খানেক পূর্বে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘বসগিরি’ ছবির শুটিং শুরুর কথা থাকলেও তা হয়নি।
দেরিতে হলেও অবশেষে শুরু হচ্ছে সেই ‘বসগিরি’র চলচ্চিত্রের কাজ। আগামী ২৬ এপ্রিল শুটিংয়ের দিন ঠিক হয়েছে। এ তথ্য দিয়েছেন ছবিটির পরিচালক শামীম আহমেদ।
‘বসগিরি’ শুটিংয়ে বিলম্বের কারণ জানতে চাইলে পরিচালক বলেছেন, এর মাঝে ছবির গল্পে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তাছাড়া এই ছবির জন্য একই লুকে শাকিব খানের টানা শিডিউল প্রয়োজন ছিল, সেসময় শাকিব সময় দিতে পারেননি, অন্য ছবির শুটিংয়ের কারণে। এজন্যই ‘বসগিরি’ ছবির শুটিং আটকে যায়।
তিনি আরও বলেন, ‘শাকিব খানকে এই ছবিতে ভিন্ন লুকে দর্শকরা দেখতে পাবেন। সেই লুকটার জন্যই তাঁর একটানা শিডিউল দরকার ছিল। বর্তমানে শাকিব খান শিডিউল দিয়েছেন। যে কারণে কাজটি শুরু করতে পারছি।’
শাকিব খান বলেন, ‘এখানে আমার চরিত্রটি অনেকটা ‘কমান্ডো’দের মতো। ছবিতে বেশভূষাও অন্যরকম। এই বেশভূষাতে টানা সময় ধরে শুটিং করতে হবে।’
এই ছবিতে শাকিব অপু বিশ্বাস ছাড়াও আরও অভিনয় করছেন- মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শিবা সানু, সুব্রত, ডিজে সোহেল প্রমুখ।