দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক পশুপ্রেমীর কাণ্ড দেখে হতবাক সবাই। কারণ ওই পশু প্রেমিক স্ত্রীকে ছেড়ে বেছে নিয়েছেন গরুর পালকে! পশুদের মধ্যে থেকেই তিনি নিজেকে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।
এই ঘটনাটি ঘটেছে ভারতে। শুধু সংসারে পোষ্য হিসেবে থাকা একপাল গরুর জন্য এক পশুপ্রেমী নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন। এর কারণ হলো স্ত্রী বলেছিলেন, সে অথবা গরুর মধ্যে কোনো একটিকে বেছে নিতে। গরুর পাল বাড়িতে রাখায় রাগ করে স্বামীকে ছেড়ে চলে যান তার স্ত্রী।
বিস্ময়কর এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এটাওয়ারা অঞ্চলের বৈস খাজা নামক এলাকায়। সেখানকার বাসিন্দা ৫৫ বছর বয়সী আফাক আলী মুন্না। বাড়িতে একপাল গরু রাখা ও গরুকে বেশি ভালোবাসার কারণে আফাক আলীকে ছেড়ে চলে যান তার স্ত্রী।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ১৫ বছর পূর্বে আফাক আলীর বিয়ে হয়। তবে বিয়ের পরই স্বামীর ঘরে এসে একসঙ্গে এতোগুলো গরু দেখে চমকে উঠেন তার স্ত্রী। তারপর স্বামীকে দিনের অধিকাংশ সময় গরুগুলোর পিছনে ব্যয় করতে দেখে অসহ্য হয়ে পড়েন তার স্ত্রী। প্রথম দিকে মুখে কিছু না বললেও কয়েক বছর পর স্ত্রী দাবি করেন, ‘এই বাড়িতে হয় আমি থাকবো, নয়তো তোমার গরু থাকবে।’
স্ত্রীর এমন আবদারে অবাক হলেও প্রথমে তেমন একটা গুরুত্ব দিতে চাননি আফাক আলী। তবে দিন যতো গড়াতে থাকে স্ত্রী ততোই নাছোড়বান্দার মতো পণ ধরে বসে। বাড়ি হতে গরুগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য স্ত্রী বার বার আফাক আলীকে বলতে থাকেন, যা নিয়ে পরিবারে প্রায় প্রতিদিন ঝগড়া বাধতে থাকে। অবশেষে স্ত্রীকে অনেক বুঝিয়েও সামাল দিতে না পেরে অগত্যা গরুদেরই বেছে নেন পশুপ্রেমী আফাক আলী। রাগে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যান তার স্ত্রী।
তাকে ছেড়ে তার স্ত্রী চলে যাওয়ায় বিন্দুমাত্র আফসোস নেই আফাক আলীর। তিনি বলেন, মাত্র ১৫ বছর বয়সে প্রথম গরু কেনেন। তারপর ধীরে ধীরে সেই গরুর সংখ্যা বেড়ে ১৪ টিতে উন্নীত হয়। গত ৪০ বছর ধরে পোষ্যদের সেবা করে আসছেন আফাক। এখন শুধুমাত্র স্ত্রীর কথায় এই পোষ্যদের বিক্রি করে দেওয়া সম্ভব নয়। তাইতো হাসিমুখে স্ত্রীকে বিদায় জানিয়ে এখন দিব্যি গরুদের নিয়েই রয়েছেন আফাক আলী।
This post was last modified on জানুয়ারী ২৩, ২০২৪ 1:02 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাফারি করতে বেরিয়ে মাঝজঙ্গলেই দাঁড়িয়ে পড়েছে পর্যটকদের কয়েকটি গাড়ি। কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ২৬ ফাল্গুন ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি বিষয় হচ্ছে ব্রেকআপ কখনওই ‘মিউচুয়াল’ হয় না। অর্থাৎ, দু’জনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসন্ন ঈদুল ফিতরের আনন্দ উদযাপনকে আরও বহুগুণ বৃদ্ধি করতে এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঋতুস্রাবজনিত ব্যথা-বেদনা-যন্ত্রণায় ভোগাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ডিজ়মেনোরিয়া’ বলা হয়ে…