দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে টিভির এক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। তিনি নিয়মিতভাবে নাটক করছেন। সম্প্রতি প্রেম সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ফেসবুকে প্রেম করবেন তাও বিয়ের পর!
সংবাদ মাধ্যমে মেহজাবীনের প্রেম সম্পর্কে নানা মন্তব্য প্রকাশ পাচ্ছে। ‘চুপি চুপি ফেসবুকে প্রেম করছেন!’ এমন কথা বলতেই মেহজাবীন তার প্রতিবাদ করে বলেছেন, ‘কই না তো? ফেসবুকে প্রেম করবো কেন? ওটা তো একটা নাটক!’
সম্প্রতি মডেল এবং অভিনয়শিল্পী মেহজাবীন অভিনয় করেছেন ‘উচ্চতর ব্যবহারিক শিক্ষা’ নামের একটি নাটকে। সেখানে ফেসবুকে অল্পদিন প্রেম করেই বিয়ে করেন এক ব্যাংক কর্মকর্তা ইমনকে। তবে তার স্বামী ইমনের ভীষণ শুচিবাই। সবকিছুতেই পরিচ্ছন্নতার বাতিক তার। নাটকের এসব কাহিনীর কথায় বলেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন।
তিনি কী ব্যক্তিগত জীবনে এমন স্বামী পেলে খুশি হবেন? জানতে চাইলে যেনো আঁতকে ওঠেন মেহজাবীন। তিনি বলেন, ‘তাহলে তো আমি একেবারে শেষ। আমি খুব অলস, নিজের মতো করে ধীরে ধীরে কাজ করতে ভালোবাসি। আমাকে কেও কিছু করতে বললে আমি বরং উল্টোটা করে বসি।’
মেহজাবীন প্রশ্ন করা হয়, নাটকের বাইরে ফেসবুকে প্রেম করেন কি না? তিনি বলেন, ‘ফেসবুকে প্রেম করবো, তবে বিয়ের পরে স্বামীর সঙ্গে।’
উল্লেখ্য, মইনুল ওয়াজে রাজীব পরিচালিত ‘উচ্চতর ব্যবহারিক শিক্ষা’ নাটকটি সম্প্রতি এনটিভিতে দেখানো হয়।