দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা চলচ্চিত্রের জন্য খ্যাত ঢালিউডে হচ্ছে এবার ইংরেজি ভাষার চলচ্চিত্র! ‘দি আমেরিকান ড্রিম’ নামে এই ইংরেজি ছবিটি নির্মাণ করছেন আমেরিকাপ্রবাসী গবেষক ও লেখক জসীমউদ্দীন।
৯ মার্চ হতে ‘দি আমেরিকান ড্রিম’ নামে ছবিটির শুটিংও শুরু হয়েছে। ঢাকা ও এর আশপাশে বিভিন্ন লোকেশনে চলছে শুটিং। পরিচালনার পাশাপাশি ছবিটিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নির্মাতাকেও।
অভিনয় করছেন- সাইমন সাদিক, নবাগত সূচনা আজাদ, সানজিদা তন্ময়, আইরিন, সাদেক বাচ্চু, শিরিন বকুল, রেহেনা জলিসহ অনেকে। বাংলাদেশের কাজ প্রায় সম্পন্ন হতে চলেছে। আগামী ৪ জুলাই আমেরিকার উদ্দেশে রওনা হবে পুরো শুটিং টিম। ৯ জুলাই হতে নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে ছবিটির ৮০ শতাংশ কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
জানা গেছে, ছবিটি প্রথমে আমেরিকায় মুক্তি পাবে। শুধু আমেরিকাতেই নয়, আরও বেশ কয়েকটি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ছবিটি বাংলায় ডাবিং করে বাংলাদেশেও মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।