বিশ্বের ক্ষমতাধর নেতাদের কর ফাঁকির তথ্য ফাঁস হওয়ায় হৈ চৈ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের ক্ষমতাধর নেতাদের কর ফাঁকির তথ্য ফাঁস হওয়ায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। পানামার একটি আইনি প্রতিষ্ঠানের ১ কোটি ১০ লাখ গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার পর এই আলোড়ন সৃষ্টি হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ফাঁস হওয়া নথিগুলো হতে জানা যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান হতে শুরু করে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা বিভিন্ন কৌশলে কর ফাঁকি দিয়ে নিজেদের সম্পদকে গোপন করেছেন।

বিবিসির খবরে আরও বলা হয়, ফাঁস হওয়া নথিগুলোতে দেখা যাচ্ছে, অর্থ পাচার করতে, ট্যাক্স ফাঁকি দিতে ও বিভিন্ন রকম নিষেধাজ্ঞাকে ফাঁকি দিতে এই আইনি প্রতিষ্ঠানটি তার মক্কেলদের পরামর্শ দিয়ে আসছিল।

Related Post

প্রতিষ্ঠানটি বলেছে, কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই গত ৪০ বছর ধরে তারা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। ধনিক ও ক্ষমতাবানরা কতো কৌশলে কর ফাঁকি দিয়ে নিজেদের সম্পদ লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রাখে সেইসব গোপন তথ্য প্রকাশ্যে এসেছে এই ব্যাপক সংখ্যক নথি ফাঁসের ঘটনার পর।

গোপনীয়তা রক্ষাকারী হিসেবে পৃথিবীর অন্যতম প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকা, এটি পানামার একটি আইনি প্রতিষ্ঠান, সেখান থেকেই মূলত সম্প্রতি ফাঁস হয়েছে ১১ মিলিয়ন নথিপত্র।

এইসব ফাঁস হওয়া নথিগুলোই প্রমাণ দিচ্ছে যে, মোওস্যাক ফনসেকা তার মক্কেলদের অর্থ পাচার এবং কর আদায়ের ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছেন।

প্রতিষ্ঠানটি বলছে, গত ৪০ বছর ধরে কোনো প্রকারের কোনো সমস্যা বা সংকট কিংবা নিন্দা ছাড়াই তারা এটি পরিচালনা করে আসছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।

ফাঁস হওয়া গোপনীয় এই নথি-পত্রগুলো হতে দেখা যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশের মোট ৭২ জন বর্তমান এবং সাবেক রাষ্ট্রপ্রধান তাদের নিজেদের দেশের সম্পদ লুণ্ঠন করছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এদের মধ্যে রয়েছেন মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক থেকে শুরু করে লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফী, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, চীনের সাবেক এক প্রেসিডেন্ট, পাকিস্তানের নওয়াজ শরীফের নামও রয়েছে।

এক ব্যাংকের মাধ্যমে অন্তত প্রায় বিলিয়ন ডলার অর্থ পাচারের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং এমন কি বলিউডের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া, জ্যাকি চ্যান, ফুটবলার ম্যাসির নামও রয়েছে।

This post was last modified on এপ্রিল ৪, ২০১৬ 10:53 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ মে ২০২৪ খৃস্টাব্দ, ২১ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরম পড়তেই মাইগ্রেনের সমস্যা? অস্বস্তি থেকে রেহাই পেতে ভরসা রাখবেন যে দাওয়াইয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গরমে রোদে বেরোলে মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। এক বার…

% দিন আগে

ওপেনএআইয়ের মডেল মাত্র ১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এআই মডেল মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং…

% দিন আগে

এক ব্যতিক্রমি সিনেমা ‘লাপাতা লেডিস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেলো…

% দিন আগে

এপ্রিল মাসে ভারতে রেকর্ড গরমে ৯ জনের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ মাস থেকেই গরমের আভাস দেওয়া হয়েছিলো ভারতে। তবে এপ্রিলের…

% দিন আগে

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে