দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’ এর আসর বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে! ১৭ এপ্রিল নিউইয়র্কের কুইন্স কলেজের কোলডেন মিলনায়তনে এই ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এই ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন অনন্ত জলিল, বর্ষা, ফেরদৌস, অমিত হাসান, মৌসুমী, ওমর সানী, নিপুণ, ইমন, কাজী মারুফ, মাহি, বিদ্যা সিনহা মিমসহ বাংলাদেশের বিনোদন জগতের ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে গান করবেন এস আই টুটুল, বালাম, লিজা, পারভেজ, তপুসহ অনেকে।
নিউইয়র্কের এই ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটি আয়োজন করছে গ্লোবাল বিজনেস কমিউনিকেশন।