দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬ খৃস্টাব্দ, ১ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, ৬ রজব ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আজ পহেলা বৈশাখ। বাঙালি জাতির একটি বিশেষ দিন। এই দিনটি বাঙালিরা বিশেষ সাজে বাইরে ঘুরতে বের হয়। শহর-গ্রাম, পথে প্রান্তরে বসে মেলা।
বৈশাখকে স্বাগত জানাতে বাঙালিরা সব রকম প্রস্তুতি গ্রহণ করে। সকালে পান্তা-ইলিশ আর দিনভর মেলায় মেলায় গিয়ে ঘুরে বেড়ানো এভাবে হাজার বছর ধরে চলে আসছে বাঙালি কৃষ্টি-কালচারে। প্রতিটি মানুষ রংবে রং এর নতুন কাপড় পরে বেড়াতে বের হন। ধর্ম-বর্ণ নির্বিশেষে ছোট-বড় সকলেই আনন্দে মেতে ওঠেন পহেলা বৈশাখের আজকের এই দিনে। এ যেনো এক অভূতপূর্ব মিলন মেলায় পরিণত হয়। রাজধানী ঢাকার রমনার বটমূল হতে শুরু করে গ্রাম-বাংলার প্রতিটি প্রান্তরে বাঙালিরা মেতে ওঠেক আনন্দ-উৎসবে। হারিয়ে যাওয়া বছরের গ্লানি ও জরা দূর হয়ে আজকের এই নতুন দিন আমাদের সকলের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ।
বাংলাদেশসহ বিশ্বের সকল বাঙালি ভাষা-ভাষীদের দি ঢাকা টাইমস্ এর পক্ষ থেকে বাংলা নববর্ষ ১৪ ২৩ সালের শুভেচ্ছা।
ছবি: এর সৌজন্যে।