দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব’-এর শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। ছবিটিতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
ছোট পর্দায় সফলতা পাওয়ার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব’-এর শুটিং এ অংশ নিচ্ছেন তিনি। এ ছবিতে তিশার বিপরীতে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান।
তিশা বলেন, ‘ডুব’ ছবির কাজ কয়েকদিন আগেই রাঙ্গামাটিতে করে এসেছি। সেখানে পূর্ণ উদ্যমে বেশ কয়েকদিন কাজ হয়েছে। নিঃশ্বাস ফেলার সময়ও পাইনি সেসময়। বেশ ব্যস্ততাতেই কেটেছে শুটিং এর ওই সময়গুলো। আর রাঙ্গামাটিতে ঢাকার চেয়েও গরম বেশি পড়ছে। এমন প্রচণ্ড গরমেও টানা কাজ করতে হয়েছে। শুটিং করে রাঙ্গামাটি হতে ঢাকায় ফিরেছি। ছবির টানা কাজ চলবে আরও বেশ কিছুদিন।’
কি ধরনের চরিত্রে আপনাকে দেখতে পাবেন দর্শক। এই প্রশ্নের জবাবে তিশা বলেছেন, ‘এই ছবিটিতে আমার চরিত্র কেমন তা এখনও বলা যাবে না। কারণ হলো ‘ডুব’ নিয়ে এখন মুখ খোলা পুরিপুরি নিষেধ। সেজন্য এখন কিছু বলতে পারবো না। সময় হলে এ ছবি সম্পর্কে সবকিছুই বলা যাবে।’
উল্লেখ্য, শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তিশা। এ ছবিটিও মুক্তির জন্য অনেকটাই প্রস্তুত। এই ছবির বাইরে রয়েছে অনন্য মামুনের ‘অস্তিত্ব’। এই ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে আরিফিন শুভর সাথে প্রথমবারের মতো কাজ করেছেন তিশা।
This post was last modified on এপ্রিল ১২, ২০১৬ 12:20 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…