The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’-এর শুটিং শুরু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব’-এর শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। ছবিটিতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

Tisha

ছোট পর্দায় সফলতা পাওয়ার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব’-এর শুটিং এ অংশ নিচ্ছেন তিনি। এ ছবিতে তিশার বিপরীতে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান।

Tisha-2

তিশা বলেন, ‘ডুব’ ছবির কাজ কয়েকদিন আগেই রাঙ্গামাটিতে করে এসেছি। সেখানে পূর্ণ উদ্যমে বেশ কয়েকদিন কাজ হয়েছে। নিঃশ্বাস ফেলার সময়ও পাইনি সেসময়। বেশ ব্যস্ততাতেই কেটেছে শুটিং এর ওই সময়গুলো। আর রাঙ্গামাটিতে ঢাকার চেয়েও গরম বেশি পড়ছে। এমন প্রচণ্ড গরমেও টানা কাজ করতে হয়েছে। শুটিং করে রাঙ্গামাটি হতে ঢাকায় ফিরেছি। ছবির টানা কাজ চলবে আরও বেশ কিছুদিন।’

Tisha-3

কি ধরনের চরিত্রে আপনাকে দেখতে পাবেন দর্শক। এই প্রশ্নের জবাবে তিশা বলেছেন, ‘এই ছবিটিতে আমার চরিত্র কেমন তা এখনও বলা যাবে না। কারণ হলো ‘ডুব’ নিয়ে এখন মুখ খোলা পুরিপুরি নিষেধ। সেজন্য এখন কিছু বলতে পারবো না। সময় হলে এ ছবি সম্পর্কে সবকিছুই বলা যাবে।’

উল্লেখ্য, শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তিশা। এ ছবিটিও মুক্তির জন্য অনেকটাই প্রস্তুত। এই ছবির বাইরে রয়েছে অনন্য মামুনের ‘অস্তিত্ব’। এই ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে আরিফিন শুভর সাথে প্রথমবারের মতো কাজ করেছেন তিশা।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...