দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় চিত্রনায়িকা ববির ছবিতে অভিনয় করবেন কোলকাতার শতাব্দী রায়। প্রযোজক পরিচয়ে নায়িকা ববির প্রথম ওই ছবিটির নাম ‘বিজলি’।
জনপ্রিয় চিত্রনায়িকা ববি এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আর তার প্রথম ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কোলকাতার জনপ্রিয় নায়িকা শতাব্দী রায়।
ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলি’ ছবিটিতে ববি অভিনয় করবেন সুপারওম্যান চরিত্রে। এই ছবিতে ববির সঙ্গে থাকছেন ভারতের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়।
বর্তমানে শতাব্দী রাজনীতি নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের বীরভূমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল হতে ২০০৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ‘বিজলি’র মাধ্যমে অনেকদিন পর চলচ্চিত্রে ফিরছেন শতাব্দী রায়। এতে ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা যাবে বিজ্ঞানী ড. জেরিনের চরিত্রে।
ইফতেখার চৌধুরী জানান, ‘বিজলী’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শতাব্দী রায়। ছবিটির মহরতে যোগ দিতে আজ ২৩ এপ্রিল ঢাকায় এসে পৌঁছানোর কথা। সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বিজলি’র মহরত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ছবিটিতে ববির সঙ্গে জুটি বাঁধবেন কোলকাতার উদীয়মান নায়ক রণবীর। ইতিমধ্যে তারা ফটোশুটেও অংশ নিয়েছেন।