দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভূতের কথা শুনলে যে কারও গা শিরশির করতে পারে। তবে আজ রয়েছে এমন একটি শহরের গল্প সেই ভূতের শহর টেক্সাসের রিচটাইম কাহিনী!
এই কথিত ভূতের শহর মার্কিন মুলুকের দ্বিতীয় জনবহুল স্টেট টেক্সাসে। উন্নয়নের বিচারে আমেরিকার ৫০টি স্টেটসের তালিকায় টেক্সাস একেবারে ওপরে রয়েছে। পেল্লাই সব অট্টালিকা, গগণচুম্বী অফিস, আর বাড়ি-গাড়ি জঙ্গল সবকিছুই। তবে এসবের বাইরেও টেক্সাসের পৃথক একটা পরিচিতি রয়েছে। টেক্সাসে রয়েছে ২০০টা ঘোস্ট টাউন কিংবা ভূতের শহর।
অ্যাডব ওয়ালস হতে গ্লোরি, বেস্ট হতে হাইড টাউন। এরকম অনেক নাম টেক্সাসের ভূতের শহরে। যারা এসব শহরে যাতায়াত করেন তারা বলেন, রাতে নাকি সত্যিই গা’টা একটু ছমছম করবেই। যদিও যুক্তিবাদীরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, ওসব কিছু নয়, শহরগুলো বেশ ফাঁকা বলেই মনের মধ্যে ওরকম ছম ছম মনে হয়।
এখন শুনুন টেক্সাসের সেইসব ২০০টি ভূতের শহরের মধ্যেই একটার কথা। শহরটার নাম ‘রিচটাইম’। আরামদায়ক এখানকার পরিবেশ।
১৮৭০ সালে এই শহরে মানুষ থাকা শুরু করে। সিজি মালি ও জন উইড নামে দুই ব্যক্তি প্রথমে থাকতে শুরু করেন। ১৯১০ সালের দিকে এই শহর একেবারে ভরে ওঠে। তবে কোনও এক কারণে ১৯৪০ সাল হতে মানুষ এই শহর ছাড়তে শুরু করে দেয়। অনেকে বলেন যে, চাকরির খোঁজেই মানুষ এই শহর ছাড়ছে।
১৯৫৮ সালে এসে দেখা যায় যে, শহরটা পুরো ফাঁকা। রয়েছে শুধু একটা স্কুল, একটা চার্চ। স্কুলে কেও নেই। চার্চেও কেও যায় না। তারপর হতেই ভূতুড়ে শহর হিসেবে পরিচিতি পায় এই শহরটি। অবশ্য সাহসীরা ঘুরতে যান এই শহরে।
This post was last modified on জুন ২০, ২০১৯ 3:53 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…