দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাঝে মধ্যে এমন ‘ধুলো দানব’ এর কথা আমরা শুনেছি। তবে সেটি আসলেও সত্যি নাকি মিথ্যা তা বোঝা মুশকিল। কারণ বাস্তবে এই ‘ধুলো দানব’ উড়িয়ে নিলো এক শিশুকে!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ‘ডাস্ট ডেভিল’ এক ধরণের ঘূর্ণি হাওয়া। এক মিটার পরিসরের মধ্যেই এটি পাক খায়। এর উচ্চতা দাঁড়ায় ১০ হতে ১০০ মিটার পর্যন্ত। এই ঘুর্ণি অবশ্য তেমন ক্ষতিকর কিছু নয়। তবে মাঝে মধ্যে তা আবার গোলমালও পাকায়।
সম্প্রতি চীনে ডাস্ট ডেভিলের পাল্লায় পড়েছিল এক স্কুল শিক্ষার্থী। গানসু প্রদেশের এক স্কুলে এই ঘটনা ঘটে। ওই স্কুলে সেদিন ‘স্পোর্টস ডে’ নিয়ে মেতেছিল শিক্ষার্থীরা। হঠাৎই আবির্ভাব ঘটলো ‘ধুলো-দানব’-এর। এ সময় বাচ্চাদের সরানোর চেষ্টা করেন শিক্ষক-শিক্ষিকারা। একটি ডাস্ট ডেভিল যখন মাঠে ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখন প্রবেশ করে দ্বিতীয়টি। সেটির প্রকৃতি ছিল প্রথমটির চাইতেও ভয়ঙ্কর ধরনের।
এ সময় খুবছোট আর কম ওজনের বাচ্চাদের মাটিতে শুইয়ে দেওয়া হয়। সব কিছু সামলে ওঠার আগেই তৃতীয় ঘূর্ণিটি চলে আসে অকস্মাৎ এবং এক ছাত্রকে নিয়ে সোজা উপরে উঠে যায়। শিশুটিকে ধরার চেষ্টা করা হলেও ফল হয়নি। অবশেষে সে মাটিতে আছড়ে পড়ে।
যদিও শিশুটি তেমন একটা মারাত্মকভাবে আহত হয়নি। হাসপাতালে নিয়ে তার প্রাথমিক চিকিৎসা করা হয়।
ডাস্ট ডেভিলের সেই ভিডিওটি দেখুন!
This post was last modified on জুন ২০, ২০১৯ 4:19 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…