দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘বোঝা না বোঝার ভুল’ জাহিদ হাসানের সঙ্গে অর্ষাকে দেখা যাবে। এই জুটি এর আগে ধারাবাহিক নাটকে অভিনয় করে বেশ প্রশংসা পান।
জাহিদ হাসান ও নাজিয়া হক অর্ষা ইতিপূর্বে ধারাবাহিক নাটকে একে অন্যের বিপরীতে অভিনয় করলেও এবারই প্রথম তারা একটি একক নাটকে অভিনয় করলেন। এই নাটকটির নাম ‘বোঝা না বোঝার ভুল’।
নাটকটি জাহিদ হাসান নিজেই নির্মাণ করেছেন। এটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। রাজধানীর উত্তরায় গত সপ্তাহে একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন করা হয়েছে। নাটকটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া।
জাহিদ হাসান এ প্রসঙ্গে বলেন, ‘উজ্জ্বল এখন বেশ ভালো নাটক লিখছে। তার প্রতিটি নাটকেই একটি করে মেসেজ থাকে। এ নাটকেও রয়েছে। আমার বিপরীতে অভিনয় করা অর্ষা খুব ভালো একজন অভিনেত্রী। আগামীতে তার অবস্থান মিডিয়ায় আরও দৃঢ় হবে- এমনটিই আমার বিশ্বাস। নির্মাতা হিসেবে তার অভিনয়ে আমি মুগ্ধ।’
জাহিদ হাসান জানিয়েছেন, আসছে ঈদে বাংলাভিশনে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মাণ করা হয়েছে।