The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রবিবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে আগামী ৮ মে রবিবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

24-hour strike on Sunday

এদিকে এই রায়ের প্রতিবাদে দলটির পক্ষ হতে তিনদিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নিজামীর আবেদন খারিজের পর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির জনাব মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সরকারের পক্ষ হতে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক। যার প্রমাণ তার জন্মস্থান পাবনার একজন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ৩ জন বিশিষ্টি বীর মুক্তিযোদ্ধা। তারা স্বতঃপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনালে যে সাক্ষ্য দিয়েছেন সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন, মাওলানা নিজামীর বিরুদ্ধে আনীত অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তারপরও মাওলানা নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করায় দেশবাসী বিস্মিত, হতবাক এবং গভীরভাবে মর্মাহত। মাওলানা নিজামী ন্যায়বিচার হতে বঞ্চিত হয়েছেন।’

আগামীকাল ৬ মে শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস
৭ মে শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ
৮ মে রবিবার সকাল ৬টা থেকে ৯ মে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল ঘোষণা করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...