The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দূরে পাহাড় আর নদীর টলটলে পানি এক অপরূপ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১২ মে ২০১৬ খৃস্টাব্দ, ২৯ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, ৪ শাবান ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

A wonderful view of hills

যে অসাধারণ দৃশ্যটি আপনারা দেখছেন সেটি ভিয়েতনামের হোই অ্যান নামক স্থানের ছবি। এক মনোমুদ্ধকর দৃশ্য এটি।

হোই অ্যান, ভিয়েতনামের এই প্রাচীন শহরটি ১৫ হতে ১৯ শতক পর্যন্ত ব্যস্ত এক বন্দর হিসেবে বিশেষভাবে পরিচিত ছিল। ইউনেস্কো এই শহরটিকে বিশ্ব ঐতিহ্যের একটি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এ শহরের ভবন ও রাস্তার পরিকল্পনায় রয়েছে তৎকালীন সময়ের ব্যাপক বিদেশি প্রভাব। শহরটিতে রয়েছে বহু প্রাচীন স্থাপনা। এখানকার এমন সৌন্দর্য দেখে যে কেও অভিভূত হবেন। দূরে পাহাড় আর খরস্রোতা নদীর টলটলে পানি এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। সত্যিই চমৎকার এই দৃশ্যটি। ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।

ছবি ও তথ্য: www.deshebideshe.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...