দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মতিউর রহমানের লাশ যাচ্ছে নিজ গ্রামের বাড়ি পাবনার সাথিয়ায়। যদিও আগেই সেখানকার আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধারা লাশ সেখানে যেতে দেবে না বলে ঘোষণা দেন।
তবে তার লাশ পুলিশী প্রহরায় পাবনায় নেওয়া হবে বলে জানানো হয়েছে। রাত ১২.১০ মিনিটে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। এখন এ্যাম্বুলেন্সে করে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ ও র্যাবেন প্রহরায় লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। লাশ দাফন পর্যন্ত নিরাপত্তা দেবে পুলিশ।