পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা হচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাসপোর্টের মেয়াদের ক্ষেত্রে ৫ এবং ১০ বছরউভয় ধরনের ব্যবস্থা রেখে পাসপোর্টের মেয়াদ, পাতা এবং ফি বাড়ানো হচ্ছে।

১০ বছরের পাসপোর্টের জন্য সাধারণ ফি ৪ হাজার টাকা এবং জরুরি ফি ৭ হাজার করার কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অর্থ মন্ত্রণালয় এই ফি সাড়ে ৫ হাজার ও ১১ হাজার টাকা নির্ধারণের মত দিয়েছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে মন্ত্রীসভায় পাঠানোর জন্য তৈরি করা এক সারসংক্ষেপে বলা হয়েছে যে, বর্তমান পারিপার্শ্বিক অবস্থানের পরিপ্রেক্ষিতে পাসপোর্টের ক্রমবর্ধমান চাহিদা এবং পাসপোর্টসেবা কার্যক্রম সহজতর, যুগোপযোগী করার জন্য পাসপোর্টের মেয়াদ এবং পাতার সংখ্যাও বাড়ানো দরকার। এছাড়াও এ-সংক্রান্ত পাসপোর্ট ফি নির্ধারণ এবং পুননির্ধারণ করা প্রয়োজন বলেও সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।

Related Post

জানা যায়, পাসপোর্ট রুলস ১৯৭৪-এর ৫৯১-০ অনুচ্ছেদে পাসপোর্টের মেয়াদের বিষয়ে উল্লেখ করা হয়েছে যে, পাসপোর্টের মেয়াদ ও নবায়ন উভয় ক্ষেত্রেই ৫ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এই আইনে বলা হয়েছিল পাসপোর্টের মেয়াদ ১০ বছর করতে হলে বিধি সংশোধন করতে হবে।

পাসপোর্ট অধিদপ্তরের সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বর্তমানে দেশে দুই ধরনের পাসপোর্ট দেওয়া হয়। একটি হলো জরুরি, অন্যটি সাধারণ পাসপোর্ট। এইসব প্রতিটি পাসপোর্টের বই ৪৮ পৃষ্ঠার হয়ে থাকে। জরুরি পাসপোর্টের বর্তমান ফি ৬ হাজার টাকা, এর সঙ্গে ভ্যাট দিতে হয় আরও ৯০০ টাকা। সাধারণ পাসপোর্টের ফি এর অর্ধেক অর্থাৎ ৩ হাজার টাকা আর ভ্যাট সাড়ে ৪শ’ টাকা। পাসপোর্টের যেকোনো ধরনের পরিবর্তন সংশোধনের জন্য ৩০০ টাকা করে ফি লাগে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশী শ্রমিক-অধ্যুষিত দেশগুলোর দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতেই পাসপোর্টের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপরদিকে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশী কর্মীদের চাকরির ধারাবাহিকতা রক্ষার জন্য অবিলম্বে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে একটি আধা সরকারি পত্রও (ডিও লেটার) দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

এদিকে পাসপোর্টের মেয়াদ বাড়ানো হলেও বইয়ের পাতার সংখ্যা ৪৮ রাখতে হবে। কারণ, বর্তমানে এমআরপি বই সরবরাহের জন্য একটি বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে সরকার চুক্তিবদ্ধ। সেই চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বইয়ের পাতা বাড়ানো সম্ভব হবে না। তাছাড়া কয়েক লাখ ছাপা হওয়া বই মজুত রয়েছে। পাতা বাড়ালে সেসব বই অব্যবহৃত থেকে যাবে।

This post was last modified on মে ১২, ২০১৬ 9:55 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দেশজুড়ে বাংলালিংকের ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’ উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…

% দিন আগে

দীপিকা ছেলের জন্য সুস্থ হয়ে উঠতে চান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…

% দিন আগে

নাখোশ ইউরোপ: যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…

% দিন আগে

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% দিন আগে

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে