দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোজার ঈদের জন্য নির্মিত হচ্ছে সাত খণ্ডের নাটক ‘অশ্ব ডিম্ব’। এই নাটকটিতে অভিনয় করছেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী হামিদ।
চলচ্চিত্রের বাইরে এবারের ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী হামিদ। তাকে দেখা গেলো পুবাইলে। সেখানে একটি নাটকে কৃষকের স্ত্রীর বেশে কাজ করছেন তিনি। এই কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে তার।
আগামী ঈদের জন্য নির্মাণাধীন সাত খণ্ডের ‘অশ্ব ডিম্ব’ নামের এই নাটকটিতে অভিনয় করছেন তিনি। নাটকটি নির্মাণ করছেন অনিমেষ আইচ।
মৌসুমী হামিদ বলেন, ‘পূর্বে অনিমেষ দার ‘না মানুষ’ চলচ্চিত্রসহ বেশকিছু টিভি নাটকে কাজ করেছি। এই নাটকে আমি একজন কৃষকের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রের নাম জমিলা।’
নাটকটিতে কৃষক চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম। আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এবং ভাবনা। এবারের ঈদে এনটিভিতে এই নাটকটি প্রচারিত হবে।
উল্লেখ্য, মৌসুমী হামিদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’। ছবিটি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি।