আজ বিকাল-সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। আজ (শনিবার) বিকাল কিংবা সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড়টি বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই সারাদেশের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর, কক্সবাজারকে ৬ নম্বর এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল (শুক্রবার) থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বেশ কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

Related Post

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকাতে রাত থেকে শুরু হয়েছে ঝড়ো হওয়া ও বৃষ্টিপাত। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্‌ কামাল সন্ধ্যায় বলেন, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং কক্সবাজারের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইতিপূর্বে ঘূর্ণিঝড় কোমেনের সময় ২১ লাখ ১৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। এবারও একই সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারের সেই প্রস্তুতিও রয়েছে। সারাদেশে ৩ হাজার ৮৫১টি আশ্রয়কেন্দ্র রয়েছে। সেগুলো ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় আজ বিকাল কিংবা সন্ধ্যা নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, চাঁদপুর, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর জেলা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী হতে অতি ভারী বৃষ্টিপাতসহ ঘণ্টায় ৬২ হতে ৮৮ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে। চট্টগ্রাম বন্দর হতে ঘূর্ণিঝড় রোয়ানু ১৪০ কিলোমিটার দুরে অবস্থান করছে বলে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সংবাদে জানা যায়।

স্থানীয় প্রশাসন দুর্যেোগ মোকাবেলায় সব রকম প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যেই ওইসব এলাকার সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

ইতিমধ্যে ভোলায় ঘরচাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ডে গাছ চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।

This post was last modified on মে ২১, ২০১৬ 11:11 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দীপিকা ছেলের জন্য সুস্থ হয়ে উঠতে চান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…

% দিন আগে

নাখোশ ইউরোপ: যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…

% দিন আগে

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% দিন আগে

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে

নাসার রোভার মঙ্গল গ্রহে বজ্রপাতের সম্ভাব্য শব্দ ধারণ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…

% দিন আগে