The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন ওয়েন রুনি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ স্ট্রাইকার ওয়েন রুনিকে বিক্রি করবে না বলে নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। রুনিকে না ছাড়ার বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেন ম্যান ইউর এক মুখপাত্র। কোচের পদ থেকে স্যার অ্যালেক্স ফার্গুসনের পদত্যাগ ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এক ধাক্কা। এবার আরও একটি ধাক্কা থেকে আপাতত বেঁচে গেলেন ক্লাবটির ভক্ত সমর্থক। ম্যানইউ ছেড়ে দিতে পারেন ইংলিশ তারকা ফুটবলার ওয়েন রুনি এমন কথাই গত সাপ্তহা জুড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের মুখে মুখে ছিল।

ronny

স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসর ঘোষণার দিনই জানা গেল সামনের মৌসুমে ম্যানইউ ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তারকা ফুটবলার ওয়েন রুনি। ম্যানইউ ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন বলে সতীর্থদের জানিয়েছিলেন রুনি নিজেই।

রুনিকে প্রায় ২২৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছে বায়ার্ন মিউনিখ। সম্প্রতি একটি সংবাদপত্র দাবি করেছিল যে ম্যানইউ রুনির সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছে। কিন্তু বায়ার্নে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় রুনিকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে বিশ্ব ফুটবল মহলে। ফার্গুসনের পর রুনিও ক্লাব ছেড়ে দিলে জোড়া ধাক্কা সামলাতে নিশ্চিতভাবেই সমস্যায় পড়তে হবে ম্যানইউকে। তিন বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার ইচ্ছা ব্যক্ত করলেন ওয়েইন রুনি। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড পরিস্কার জানিয়ে দিল, রুনি বিক্রির জন্য নয়। ম্যানইউর কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন গত বুধবার অবসরের ঘোষণা দিয়েছেন। আলোচিত এ খবরের পরই রুনির বিষয়টি আলোচনায় চলে আসে।

তবে সেই গুঞ্জনকে আর বাড়তে দেননি ম্যানইউ’র ঐ মুখপাত্র। ঐ গুঞ্জনকে উড়িয়ে দিয়ে রুনির বিষয়ে স্পষ্টভাবে কথা বলেন ক্লাবের মুখপাত্র। তিনি বলেন, ‘ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার রুনিকে বিক্রি করবে না ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে দলেই রেখে দিবে ম্যান ইউ।’

ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে রুনির অভিষেক ঘটে ২০০৪ সালের ২৮শে সেপ্টেম্বর, উয়েফা চ্যাম্পিয়নস লীগের একটি খেলায় ফেনেরবাচের(Fenerbahçe) বিরুদ্ধে, যে খেলায় তিনি হ্যাট্রিক করেন ও আরেকটি গোলে সহায়তা করেন। খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ৬-২ গোলে বিজয়ী হয়। আর ২০১০ সালে রুনির সাথে আবারো নতুনভাবে চুক্তি করে ক্লাবটি। পাঁচ বছরের জন্য চুক্তি করা হয় সেবার। আর এখন পর্যন্ত ম্যান ইউ’তে ৯ মওসুম কাটিয়েও ফেলেছেন তিনি। ২৭৮ ম্যাচে ১৪১টি গোলও করেছেন ২৭ বছর রুনি।

নয় বছর আগে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর দলের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ওয়েইন রুনি। কিন্তু এবারের মৌসুমের বেশির ভাগ সময়ই আলোচনার বাইরে ছিলেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। ডাচ স্ট্রাইকার রবিন ভন পার্সি ম্যানইউতে আসার পর রুনিকে প্রথম একাদশেও নিয়মিত দেখা যাচ্ছে না। গত পাঁচ ম্যাচের চারটিতেই রুনি মাঠে নেমেছেন বদলি খেলোয়াড় হিসেবে। এই পরিস্থিতিতে রুনির ভবিষ্যত্ নিয়ে জোর আলোচনা উঠেছে ইংল্যান্ডের ফুটবল অঙ্গনে।

সূত্রঃ বাসস, প্রথম আলো, দিনকাল।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali