দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে টিভি নাটকের এক জনপ্রিয় অভিনেতা হলেন মোশাররফ করিম। টিভিতে যিনি এতো জনপ্রিয় হলেও বাস্তবে নাকি তিনি টিভি অভিনেতা হতে চাননি!
টিভি নাটকের জনপ্রিয় মুখ মোশাররফ করিম বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ইতিমধ্যে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন। অথচ টিভি নাটকের জনপ্রিয় মুখ মোশাররফ করিমের নাকি টিভি অভিনেতা হওয়ার কোনো খায়েসই ছিল না তার!
সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মোশাররফ করিম বলেছেন, ‘আমি মঞ্চে অভিনয় করতাম। নব্বই দশকের দিকে নাটকের দল ‘নাট্যকেন্দ্রে’ যোগ দিই। তারপর হতে নিয়মিতভাবে মঞ্চে অভিনয় করি। আমার ইচ্ছে ছিল মঞ্চেই নিয়মিত অভিনয় করার। কখনই টিভি অভিনেতা হতে না চাইলেও শেষ পর্যন্ত হয়ে গেলাম টিভি অভিনেতা।’ ঠিক এভাবেই তার মনোভাব ব্যক্ত করলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও মোশাররফ করিমের জীবন বদলে দেয় ‘ক্যারাম’ নাটকে অভিনয়ের পর। দুটি সিক্যুয়েলের এই নাটকে তিনি অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী তিশার বিপরীতে।
ওই নাটকের স্মৃতি মনে করে মোশাররফ করিম বলেন, ‘আমার জীবনের টার্নিং পয়েন্ট হলো ‘ক্যারাম’ নাটকে অভিনয়। অথচ সেই সময় আমার থাইল্যান্ডে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাওয়ার কথা ছিল। তবে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করেই মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ক্যারাম’-এ আমি অভিনয় করি। তারপরই সব বদলে যেতে থাকে।’
বর্তমানে জনপ্রিয় এই অভিনেতা ব্যস্ত রয়েছেন ঈদের নাটকে অভিনয় নিয়ে। আবার বেশ কয়েকটি ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন মোশাররফ করিম।
This post was last modified on মে ২৫, ২০১৬ 5:49 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…