দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো স্বীকার করেছেন যে, মৌসুম শেষে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের পদ ছেড়ে অবসরে যাওয়ার খবরে তিনি বড়সড় ধাক্কা খেয়েছেন।
পোর্তো, চেলসি এবং ইন্টারমিলানের এই সাবেক কোচ আরো জানান যে, ইউনাইটেড কিংবদন্তি তাকে ব্যক্তিগত ভাবে ফোন করেছিলেন নিজের সিদ্ধান্তের কথা জানাতে।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যখন স্যার অ্যালেক্স নিজের মুখে আমাকে তাঁর সিদ্ধান্ত জানিয়ে সম্মানিত করলেন, আমি একাধারে বিস্মিত ও দুঃখিত হয়েছি।………আমার জন্য এবং আমার মনে হয় সব ম্যানেজারদের জন্যই এখন থেকে হজম করা কঠিন হবে ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলা কিন্তু ওনার মত কিংবদন্তীকে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষায় না দেখা।……তবে একইসাথে নিজের ক্যারিয়ার নিয়ে ওনার আবেগ, ওনার গর্বটা উপলদ্ধি করতে পেরে আমি খুশি হয়েছি।”
আগামীকাল রোববার ফার্গুসনের অধীনে শেষবারের মত ঘরের মাঠে খেলতে নামছে ম্যানইউ, প্রতিপক্ষ সোয়ানসি সিটি। জিজ্ঞেস করলে মরিনহো জানান এই ম্যাচ তিনি দেখবেন না, তাঁর ভয় আবেগ সামলাতে পারবেন না তিনি, “না, অবশ্যই না, আমি কাঁদতে চাই না।”
মরিনহোর ওল্ড ট্র্যাফোর্ডে আসা নিয়ে আগে কানাঘুষো চলেছে, তিনি অবশ্য রেড ডেভিলদের কোচ হিসেবে ছয় বছরের চুক্তিতে জড়ানো ডেভিড ময়েসের প্রশংসাই করলেন, “আমি মনে করি, ডেভিডকে নেওয়াটা বিচক্ষণ সিদ্ধান্ত।………আমি মানুষ হিসেবে তাকে পছন্দ করি, কোচ হিসেবে ওর গুণগুলোও আমার ভাল লাগে। আমি বিশ্বাস করি, ম্যানচেস্তার ইউনাইটেডে সে সমর্থন পাবে, কোচ হিসেবে ভাল করার গুণগুলো তার আছে।”
তিনি আরো বলেন, “আমি স্যার অ্যালেক্সের সুখী জীবন কামনা করি এবং কামনা করি ডেভিড ওল্ড ট্র্যাফোর্ডে সফল ক্যারিয়ার গড়বে।”
নিজের ভবিষ্যতের কথা উঠতেই তিনি ইঙ্গিত দেন যে, স্যার অ্যালেক্সকে নিজের কোচিং ক্যারিয়ারে পরবর্তী গন্তব্যের কথা জানিয়েছেন তিনি, “আমরা ভাল বন্ধু আর আমার ভাল বন্ধুরা জানে যে রিয়াল মাদ্রিদের কোচিং এর চাকরি শেষে আমি কোন ক্লাবের দায়িত্ব নিতে আগ্রহী।”
সূত্রঃ গোলডটকম