দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের শীর্ষ নায়িকা পরীমনি এখন কোলকাতা কাঁপাচ্ছেন। যৌথ প্রযোজনার ‘রক্ত’ চলচ্চিত্রে অ্যাকশন লুকে দেখা যাবে পরীমনিকে।
ইতিমধ্যেই বেশ শারীরিক প্রস্তুতি নিয়েছেন পরীমনি। নিজের শরীরকে তৈরি করেছেন পুরোপুরি অ্যাকশন লুকে।
গত মঙ্গলবার হতে কোলকাতার হাওড়া নদীতে একটি জাহাজে শুরু হয়েছে পরীমনির অ্যাকশন।
ওখান থেকে পরীমনি বলেন, ‘এখানে ৪০ডিগ্রি তাপমাত্রা। গরমে অতিষ্ঠ। এই গরমের মধ্যে শুটিং করতে হচ্ছে জাহাজে। সেখানে আগুনের উত্তাপের মধ্যেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করছি। ইতিমধ্যে শরীরের কয়েক জায়গায় জখম হয়েছে। সমস্ত পরিশ্রম সার্থক হবে যদি দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারি।’
পরীমনি বলেন, ‘সবাই মিলে ভালো একটি সিনেমার জন্যই এতো পরিশ্রম। পরিশ্রম হলেও সবাই চেষ্টা করছি ভালো একটা সিনেমা দর্শকদের দেখাতে। দর্শক যদি হলে এসে সিনেমাটি দেখে প্রশংসা করেন তবেই এতোসব পরিশ্রম সার্থক হবে।’
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ ব্যানারে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।
এই চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে চলেছে নবাগত নায়ক রোশানের।