The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আশ্চর্য এক ‘ডোরেমন শিশু’র জন্ম!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাপানি জনপ্রিয় কার্টুন ডোরেমনের মতোই দেখতে এক নবজাতকের জন্ম হয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে লতা মঙ্গেশকর হাসপাতালে আশ্চর্য চেহারার এই সন্তান প্রসব করেছেন এক নারী।

One wonders Doraemon Children born

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সদ্যজাত আর্শ্চজনক এই শিশুটি হারলিকুইন রোগে আক্রান্ত। বিশেষত তার মুখ অন্য শিশুর হতে সম্পূর্ণ ভীন্ন। দেখতে অনেকটা ডোরেমন কার্টুনের মতো।

হাসপাতালের চিকিৎসক অবিনাশ সংবাদ মাধ্যমকে বলেছেন, মূলত জেনেটিক ডিজঅর্ডারের কারণে এই রকম শিশু জন্মায়। তার জানা মতে, পৃথিবীতে এ নিয়ে এটি তৃতীয় ঘটনা। ইতিপূর্বে হারলিকুইন রোগে আক্রান্ত দুটি শিশুর জন্ম হয়েছিল পাকিস্তান এবং জার্মানিতে।

মূলত অপুষ্টি, শ্বাসকষ্টজনিত, ইনফেকশনসহ নানা সমস্যা নিয়ে এসব শিশু ভূমিষ্ঠ হয়। চিকিৎসকরা বলেছেন, এই শিশুটি অবশ্য ভালো রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হারলিকুইন ইচথায়োসিস আক্রান্ত শিশুদের শরীরের চামড়া আর পাঁচজনের মতো স্বাভাবিক নয়। পাতলা চামড়ার আবরণে ঢেকে থাকে এদের শরীর। যে কারণে এদের ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। তবে এই শিশুর ভবিষ্যৎ কী তা কিছুই বলা হয়নি।

Loading...