দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’র প্রথম টিজারে দর্শকের সামনে হাজির হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ। এই ছবিটি আসছে ঈদুল ফিতরের মুক্তি পাবে।
এতে জিতের সঙ্গে স্ক্রিণ শেয়ার করবেন বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। ‘বাদশা’র মুক্তিকে কেন্দ্র করে নানামুখি প্রচারণা চালাচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ইউটিউবে প্রকাশ করেছে এই ভিডিও টিজারটি।
প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, টেলিফোনে রিং হচ্ছে। ফোন রিসিভ করতেই অপরপ্রান্ত হতে বলতে শোনা যায়- ‘ডন বাদশা’। এভাবে একাধিক ফোনে একই সংলাপ শুনে ভয়ে আঁতকে ওঠে প্রত্যেক ব্যক্তিই।
এরপর টপ শটে দেখা যায়, একটি ট্রেন আসছে। পরের দৃশ্যে ট্রেনের উপরে উঠতে দেখা যায়- জিৎকে। এরপর দেখা যাচ্ছে, বেশকিছু ধামাকা অ্যাকশন দৃশ্য। নুসরাত ফারিয়াকেও দেখা গেছে একঝলক। বেশ আবেদনময়ী রূপেই উপস্থাপন করা হয়েছে তাকে।
উল্লেখ্য, বাংলাদেশ, ভারত ও লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এ ছবির দৃশ্যধারণের কাজ। ‘বাদশা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন- আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন- কোলকাতার জিৎ গাঙ্গুলী এবং বাংলাদেশের ইমন সাহা। ‘বাদশা’ ছবিতে জিৎ-ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।
দেখুন ভিডিও টিজারটি
This post was last modified on জুন ২১, ২০১৬ 3:18 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের আওতায় কিউরেটর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ উপস্থিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ‘জাপান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গ্রাহকদের ‘বিশেষ পরিষেবা’ প্রদান করে…