দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী জাকিয়া বারী মম একসঙ্গে অভিনয় করেছিলেন ২০০৬ সালে ‘অন্যরকম ভালোবাসা’ নাটকে । দু’জনেরই একেবারে প্রথম দিককার কাজ ছিলো এটি। ১০ বছর পর নতুন একটি ছবিতে জুটি বাঁধলেন তারা।
ইতিমধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন এই দুই জনপ্রিয় তারকা। ছবিটির দৃশ্যধারণ শুরু হবে আগামী ১ আগস্ট। বেশিরভাগ কাজ করা হবে পাবনার বিভিন্ন লোকেশনে। ছবিটির নাম ‘আমি শুধু তোর হবো’।
নিরব বললেন, ‘পাবনায় বেশকিছু সুন্দর জায়গা রয়েছে। যেগুলো যথাযথভাবে আমাদের চলচ্চিত্রে উঠে আসেনি। যেমন পাবনা মেডিক্যাল কলেজ, কাশিনাথপুর জেল, হাইকোর্ট, পাকশী সেতুকেও কাজে লাগাবো আমরা। সব মিলিয়ে টানা ১৫/২০ দিন কাজ হবে ওখানে।’
‘আমি শুধু তোর হবো’ ছবিটির গল্পে অমিত চরিত্রে অভিনয় করবেন নিরব। গল্পে রয়েছে, ছেলেটি সবসময় ভালোর পক্ষে। সে কোনো অন্যায় মেনে নেয় না। ঘটনাক্রমে একটি ঘটনার সঙ্গে ফেঁসে যায় অমিত। অমিত ভালোবাসে শিক্ষকের মেয়ে নীলিমাকে। তার মা নেই, মেয়ের কথা ভেবে বাবা বিয়ে করেননি। নীলিমা চরিত্রে দেখা যাবে মমকে। রফিক শিকদার ছবিটি পরিচালনা করবেন।
প্রযোজনা প্রতিষ্ঠান এমটি মিডিয়া অ্যান্ড ফিল্মসের কর্ণধার আবদুল মজিদ মিল্টন বলেছেন, ‘গত বছর মুক্তি পাওয়া ‘গেম’ ছবিতে বেশ কিছু ভুল-ত্রুটি ছিলো। গল্প, অভিনয়শিল্পী, লোকেশন, দর্শকসহ নানা বিষয় বিশ্লেষণ করেছি। এখন মনে হচ্ছে নতুন কাজ হাতে নিতে প্রস্তুত। এবারের সবকিছু নিয়েই আমি খুশি। আশা করছি, সবাই মিলে একটা ভালো ছবি হবে ‘আমি শুধু তোর হবো’ ছবিটি।’