দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভেড়াকে আমরা নীরিহ জীব হিসেবেই জানি। কিন্তু কি এই নীরিহ প্রাণীটিরও যে রাগ আছে তা দেখা যাবে এই ভিডিওটি ক্লিক করলে।
আমরা এতোদিন জানতাম ভেড়া একটি নীরিত প্রাণী। তার যে রাগ আছে সেটি আমাদের কখনও জানা ছিলনা। কারণ ছাগলের থেকেও নীরিহভাবে জীবন-যাপন করতে দেখা যায় ভেড়াকে। খেতে দিলে খায় আর না দিলেও কোনো সাড়া করে করে না। কিন্তু এবার এই নীরিহ প্রাণীটিকে দেখা গেলো এক ব্যতিক্রমি ভূমিকায়। অর্থাৎ ভেড়ারও রাগ আছে, সেই ক্ষেপে যেতে পারে। আর তাই সৌখিন এক ব্যক্তি দৃশ্যটির ভিডিও করে ইউটিউবে আপলোড করেন।
ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ভেড়া ক্ষিপ্ত হয়ে রাস্তার পাশে চলমান জনসাধারণের উপর ঝাঁপিয়ে পড়ছে।
শুধু তাই নয়, এ সময় কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তাদের উপরেও ঝাঁপিয়ে পড়লে দৌড়া-দৌড়ি শুরু হয়ে যায়। সে সময় ভেড়ার ভয়ে দৌড়ে পালিয়ে যায় পুলিশ সদস্যও! সাধারণ জনগণও দোড়ঝাপ শুরু করে।
দেখুন ভিডিওটি