দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ‘মিস হিটলার ২০১৬’ প্রতিযোগিতা। এতে বিজয়ী হলেন স্কটিশ এক নারী।
তবে এই স্কটিশ নারীর নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তার ছবি প্রকাশ করা হলেও তাতে মুখ ঢেকে রাখা হয়।
আয়োজকরা বলেছেন, যেসব নারীরা খুব সামান্যই স্বীকৃতি পেয়ে থাকেন তাদের সামনে নিয়ে আসার জন্য এমন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে এ ধরনের আয়োজন বর্ণবাদ উসকে দিতে পারে বলে সমালোচনা করেছেন অনেকেই।
বৃটিশ অনলাইন ইন্ডিপেন্ডেন্ট বলেছে, ‘মিস হিটলার ২০১৬’ প্রতিযোগিতার আয়োজক ন্যাশনাল অ্যাকশন নামের বৃটিশ একটি সংগঠন। সাদা চামড়ার আধিপত্যবাদে বিশ্বাসী নিও-নাজী ঘরানার এই সংগঠনটি বলেছে যে, তারা তাদের নারী সমর্থকদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এতে এমন অনেক নারীই সবার সঙ্গে পরিচিত হয়ে উঠবেন যারা কখনও আলোচিত হননি।