দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামীকাল মঙ্গলবার ১৪ মে সারাদেশে আবারও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। গতকাল রোববার হরতাল শেষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ ঘোষণা দেয়।
জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে তারা এ হরতাল করবে বলেও জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে একের পর এক জামায়াত নেতাকে আটকের ধারাবাহিকতায় রোববার জামায়াতের সিনিয়র নায়েবে আমীরকে গ্রেফতার করা হয়েছে।
অবিলম্বে তার মুক্তির দাবীতে আগামী ১৪ মে মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি।
এছাড়া বিবৃতিতে সোমবার দুপুরে নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করে সরকারের পদত্যাগের আন্দোলন আরো জোরদার করার জন্য ঢাকাবাসীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। সেই সঙ্গে গতকালের হরতাল সফল হয়েছে দাবি করে দেশবাসীকে ধন্যবাদও জানানো হয়।
অপরদিকে শোনা যাচ্ছে, জামায়াতের এই হরতালের সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামী বুধ ও বৃহস্পতিবার টানা দু’দিনের হরতাল জুড়ে দিতে পারে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নায়েবে আমীর একেএম ইউসুফ গ্রেফতার হয়েছেন। গতকাল রবিবার দুপুরে র্যাবের একটি দল রাজধানীর ধানমন্ডির ১০/এ রোডের ৩৭/এ নম্বরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গতকালই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১, আজ সোমবার তার জামিন আবেদনের উপর শুনানি হবে।
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…