দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খ্যাতিমান ইসলামপ্রচারক জাকির নায়েকের পিস টিভি চ্যানেলটি বন্ধ করতে গিয়ে ঘুম হারাম হতে চলেছে ভারত সরকারের!
তার বিরুদ্ধে সন্ত্রাস উৎসাহিত করার যে অভিযোগ আনা হয়েছিল, তার কোনো প্রমাণ ভারত পায়নি। এখন পিস টিভি এবং অন্যান্য নিষিদ্ধ চ্যানেল বন্ধ করার উপায় নিয়ে ভাবতে গিয়ে মূলত বিপাকে পড়েছে ভারত- সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।
ভারতে প্রকৃতক্ষে কয়টি অবৈধ চ্যানেল ডাউনলোড এবং প্রচারিত হয়- তা ভারতীয় কর্তৃপক্ষ বুঝতে পারছে না।
গুলশান হত্যাকান্ডে জড়িতদের দু’জন জাকির নায়েকের বক্তৃতায় উৎসাহিত হয়ে থাকতে পারে- এমন ধারণার ভিত্তিতে জাকির নায়েক ও পিস টিভি নিয়ে আলোচনায় চলে আসে। ভারত এবং বাংলাদেশে ইতিমধ্যেই দুবাইভিত্তিক টিভি চ্যানেল পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করেছে।
ভারতের আই অ্যান্ড বি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন যে, সন্দেহজনক চ্যানেলগুলো মনিটর করার কোনো ব্যবস্থাই নেই। বর্তমানে তারা কেবল অনুমোদিত নিউজ এবং সাধারণ বিনোদন চ্যানেলগুলো ট্র্যাক করে থাকেন। তবে সরকার এখন সতর্ক।