দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক অনলাইন লেনদেন ব্যবস্থা পেপ্যালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড। যে কারণে আগামী মাস থেকেই পেপ্যালের সেবা মিলতে চলেছে বাংলাদেশে।
দীর্ঘদিন হতে বাংলাদেশে পেপ্যালের সেবা চালুর দাবি করা হচ্ছিল। দীর্ঘদিনের সেই দাবি অবশেষে পূরণ হতে চলেছে।
জানা যায়, সোনালী ব্যাংকের পক্ষে উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের একজন কর্মকর্তা এই চুক্তিতে স্বাক্ষর করেন। সোনালী ব্যাংকের পক্ষে খসড়া চুক্তিতে সই করে প্রথমে তা পাঠানো হয় পেপ্যালের সদর দপ্তরে। পরে সেখান থেকে পেপ্যালের পক্ষে চুক্তিতে সই করা হয়েছে বলেও জানা গেছে।
সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির আওতায় পেপ্যালের মাধ্যমে প্রবাসী আয়, বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের আয় খুব সহজে ও নিরাপদে দেশে আনা সম্ভব হবে। চুক্তি সই করার আগে আন্তর্জাতিক সেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষ হতে বাংলাদেশে এটির সম্ভাব্যতা যাচাই করা হয়।
সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রব বলেছেন, আগামী মাস হতেই পেপ্যালের এই সেবা শুরু হবে। সরকারের উদ্যোগের কারণেই এই চুক্তি সম্পন্ন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।