দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের খ্যাতিসম্পন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে অল ইন ওয়ান পিসি। ইন্টেল কোর আই সেভেন প্রসেসর সমৃদ্ধ এই পিসিটির দাম অবশ্য একটু বেশি।
অল ইন ওয়ান পিসিটির মডেল ইন্সপায়রন ৭৪৫৯। সহজে বহনযোগ্য এই পিসিটি। ওজনে হালকা হওয়াতে যে কোনো জায়গায় আনা-নেওয়া বা ব্যবহার করা যায়।
জানা গেছে, ২৩.৮ ইঞ্চি এফএইচডি এন্টিগ্লেয়ার এলইডি ব্যাকলিট টাচ ডিসপ্লে সমৃদ্ধ এই পিসিটিতে রয়েছে:
১২ জিবি ডিডিআর৪ র্যাম
১ টেরাবাইট হার্ডড্রাইভ
৩২ জিবি সলিড স্টেট ড্রাইভ
থ্রিডি ক্যামেরা স্ট্যান্ড
এনভিদিয়া জিফোর্স ৯৪০এম মডেলের ৪ জিবি গ্রাফিক্স কার্ড
ডিভিডি
ওয়াইফাই
ব্লুটুথ
ওয়েব ক্যামেরা
ডেস্কটপ কীবোর্ড
মাউস।
জানা গেছে, উইন্ডোজ ১০ হোম (৬৪ বিট) অপারেটিং সিস্টেম দ্বারা এই পিসিটি পরিচালিত হবে।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে ডেলের এই পিসিটি নিয়ে এসেছে। ২ বছরের বিক্রয়োত্তর সেবা প্রদান করছে এই প্রতিষ্ঠানটি। ডেলের অরিজিনাল বহন করার কেসসহ হাই কোয়ালিটির এই পিসিটির মূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা।