দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার বাজারে এলো নতুন একটি আইটেম ইলেকট্রিক টুথব্রাশ। ‘সুকার এক্স ৩’ মডেলের এই ব্রাশটির দাম ৩৫ মার্কিন ডলার।
চীনা স্টার্টআপ নামে একটি প্রতিষ্ঠান সুকেয়ারের সঙ্গে মিলে এই ইলেকট্রিক টুথব্রাশটি তৈরি করছে শাওমি। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, স্মার্ট টুথব্রাশ হওয়ার ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে এটিকে সংযুক্ত করা যাবে। আবার এই টুথব্রাশের সঙ্গে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধাও। ১০০০ এমএএইচের এর এই ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ১৬ ঘন্টা। একবার ফুল চার্জ হলে টানা ২৫ দিন ব্যবহার করা যায় এই টুথব্রাশটি। চার্জ দেওয়ার জন্য রয়েছে ওয়্যারলেস চার্জিং মডিউলও!
এই টুথব্রাশটির সঙ্গে রয়েছে একটি অ্যাপ, যা দিয়ে স্মার্টফোনেও ব্যবহার করা যাবে। আর স্মার্টফোনে টুথব্রাশটির চার্জসহ অন্যান্য বিষয় দেখা যাবে। এই ব্রাশটি পানি নিরোধক।