দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে যদিও ভিডিও গেম দেখার নেশা অনেকটা কমে গেছে। তবে আজ রয়েছে বিশ্বের এক ভয়ঙ্কর হরর ভিডিও গেম নিয়ে প্রতিবেদন!
বর্তমানে টেক স্যাভি দুনিয়ার নেট নির্ভর জীবন হয়ে পড়েছে। দিন-রাত বলা যায় ২৪ ঘন্টাই ভার্চুয়াল জগতে বাস করেন আবাল-বৃদ্ধ-বণিতা। নেট ম্যানিয়ায় আক্রান্ত এমন এক আইরিশ যুবক জেমি ফারেলও। তবে তার এক অদ্ভূত নেশা, ভার্চুয়াল জগতের ডার্কেস্ট ফ্যাক্টগুলোকে খুঁজে বের করা।
তাই নেশার তাগিদেই ইন্টারনেট ঘাঁটতে গিয়ে একদিন তার নজরে পড়ে এক অদ্ভুত ভিডিও গেমের। এটির নাম ‘স্যাড স্যাটান’। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘দুঃখিত শয়তান’। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হলো এই গেমটি। যারা এই গেমটি খেলেছে, তারা এই দাবিই করেছেন। আজ অবধি কেও জানে না, কে তৈরি করেছিলেন এই গেমটি।
জেমি একজন ভিডিও গেম ফ্রিক হলেও এই খেলাটি খেলতে গিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান। মাত্র ৫টি পর্ব ইউটিউবে আপলোড করতে পেরেছিলেন জেমি। আর যায় কোথায় তাতেই জীবন যেনো দুর্বিসহ হয়ে উঠেছিল তার। সব সময় মনে হতো যেনো গেমের কাল্পনিক চরিত্ররা বাস্তবেও তাকে তাড়া করে ফিরছে সবখানে।
‘স্যাড স্যাটান’ দ্বিতীয় পর্বের খেলার ভিডিওটি দেখুন: