দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের বিভিন্ন স্থানে বন্যার প্রাদুর্ভাব দেখা দিলেও তামিল নাড়ুতে সাম্প্রতিক সময়ে একটি গ্রামে খরা দেখা দিয়েছে। সেজন্য একটি মন্দিরে বৃষ্টির জন্য ৩ হাজার ছাগলের বলিদানের প্রস্তুতি নেওয়া হয়েছে!
ইন্ডিয়া টাইম্স-এর খবরে বলা হয়েছে, খরার কারণে সেখানে পরিস্থিতি ক্রমশ ভয়ানক হতে শুরু করেছে। তাই সেখানের দুইটি মন্দির বিশাল বলিদানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, প্রতি দুই বছরে একবার এই অনুষ্ঠান ওই গ্রামে সম্পন্ন করা হয়ে থাকে। এখানে ৫০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়।
মন্দিরের একজন সেবক জানান, ‘যখনি আমাদের মাঝে কোনো খারাপ বিষয় দেখা যায়, তখনি আমরা এই উৎসবের আয়োজন করে থাকি। আমরা মূলত বৃষ্টির উপর ভরসা করে চলি। বৃষ্টি না হলে আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। গত ৪ বছরে এই গ্রামটিতে কখনও মুষলধারে বৃষ্টি হয়নি।’
ওই ব্যক্তি আরও জানান, ‘গত এক বছর ধরে আমরা এই পূজা করবো বলে চিন্তা করলেও এই মৌসুম পর্যন্ত অপেক্ষা করলাম। এই মাসে পূজা করলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে বলে আমাদের বিশ্বাস। বৃষ্টি দেবতার জন্য আমাদের এই বিশেষ পূজা সম্পন্ন করা হবে।’
গত বৃহস্পতিবার রাত হতে বিভিন্ন এলাকার মানুষ এসে এখানকার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। প্রায় ৫০ হাজার মানুষ এই আয়োজনে যোগ দিয়েছেন। তারা এখানে বিভিন্ন দোকানের ব্যবস্থা করেছেন। দেবতাকে খুশি করার জন্য তারা ৩ হাজার ছাগল বলি দিবেন বলেও জানানো হয়েছে।