দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশুদের খাবার খাওয়াতে গেলে মায়েদের অবস্থা খারাপ হয়ে যায়। আজকালকার শিশুরা একেবারেই খেতে চাইনা। কিন্তু যে শিশুটির খাওয়ার ভিডিওটি দেখবেন তাতে আপনিও বিস্মিত হবেন।
যেসব শিশুরা খেতে চাইনা তাদের খাওয়াতে গিয়ে মনে হয় যেনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে! তাদের খাওয়ানো রীতিমতো এক দুঃসাহসিক কাজ মনে হয়। কিন্তু এবার এমন এক শিশুর সন্ধান পাওয়া গেছে যে শিশুর খাবার খাওয়া অনেক বড় বড় মানুষকেও হার মানাবে!
মাত্র ৪ বছর বয়সের এক শিশুর খাওয়ার ভিডিওটি এখন সামাজিক মাধ্যমগুলোতে যেনো ভাইরালে পরিণত হয়েছে। এ পর্যন্ত শিশুটির ওই ভোজনের ভিডিওটি ৪ কোটি বারেরও বেশিবার দেখা হয়ে গেছে। এরপরও কেও এই ভিডিওটি দেখে যেনো চোখ সরাতে পারছে না!
ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, শিশুটি একসঙ্গে একাধিক প্রকারের খাবার খাচ্ছে। শুধু তাই নয়, ওই খাবারগুলো শিশুটি খাচ্ছে যেনো এক সুপার গতিতে। শিশুটির এই অবস্থা দেখে আপনিও বিস্মিত হবেন। দেখুন না ভোজন বিলাসী ওই শিশুর ভিডিওটি!
দেখুন ভিডিও
https://www.youtube.com/watch?v=3WRoU30bZrs