দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নায়ক শাকিলের কথা প্রায় ভুলতে বসেছিল বাংলাদেশের দর্শকরা। তাঁকে পর্দায় হাজির করলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস।
এক সময়কার সুপারহিট চিত্রনায়ক শাকিল খান অভিনীত অসংখ্য সুপার হিট চলচ্চিত্র রয়েছে। তবে বিগত বছরগুলোতে তাকে আর পর্দায় দেখা যায় না। এমনকি কোনো ঈদ পরবেন টেলিভিশন প্রোগ্রামেও দেখতে পাওয়া যায় নি তাকে। এমন এক অবস্থায় জনপ্রিয় এই নায়ককে পর্দায় হাজির করলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। এই অনুষ্ঠানটিতে দীর্ঘদিন পর হাজির হয়েছেন চিত্রনায়ক শাকিল খান। অরুণা বিশ্বাসের উপস্থাপনায় বিটিভির এই ‘তারকা কাহিনী’ নামের এই অনুষ্ঠানটি মাসে দুইবার প্রচার হয়।
অরুণা বিশ্বাস বলেছেন, ‘অনুষ্ঠানটিতে এর আগেও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ উপস্থিত হয়েছেন। তার ধারাবাহিকতায় এবার আসলেন চিত্রনায়ক শাকিল খান। এই অনুষ্ঠানটির মাধ্যমে দর্শক জানতে পারবেন তার অভিনয়ে আসার গল্প ও কেনো দর্শকদের মাঝে নেই তিনি। এছাড়াও চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কথা বলবেন আমার সঙ্গে।’
অরুণা বিশ্বাসের ফেসবুক থেকে নেওয়া এই তথ্য দিয়েছে একটি অনলাইন।