দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টিভি বিজ্ঞাপনে আগমনের মাধ্যমে প্রথম জুটি বেঁধেছিল নোবেল ও মৌ। এবারের ঈদেও তারা জুটি করছেন।
নোবেল ও মৌ বিভিন্ন উৎসব উপলক্ষে নির্মিত নাটকগুলোতেও অভিনয় করতে দেখা যায়।
এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আগামী ঈদুল আজহাতে জুটি হয়ে অভিনয় করছেন ‘আকাশ রাঙা চাদর’ নামে একটি নাটকে। ঈদ উপলক্ষে টিভির নতুন প্রজেক্ট ‘ভালোবাসার সাত রঙ’র আওতায় এই রোমান্টিক গল্প নির্ভর নাটকটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে।
সংবাদ মাধ্যমকে এ প্রসঙ্গে নোবেল বলেছেন, সাধারণ ব্যস্ততার কারণে নিয়মিত অভিনয় না করতে পারলেও বিশেষ উৎসবগুলোর বিশেষ নাটকে অভিনয় করে থাকি। মৌয়ের সঙ্গে জুটি হয়ে এবারও একটি নাটকে অভিনয় করছি। এই নাটকটির গল্প দারুণ। সামাজিক নানা বিষয়ে মেসেজও থাকবে এই নাটকে। দর্শকদের কাছে এটি বেশ উপভোগ্য হবে।’
এমৌ বলেছেন, ‘বিশেষ কোনো দিবস উপলক্ষে নির্মিত নাটক ছাড়া আমাদের একসঙ্গে অভিনয় করা হয়ে ওঠে না। মূলত গল্পের প্রয়োজনেই আমাদের একসঙ্গে অভিনয় করার বিষয়টি আসে। নাটকটির গল্পের স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর মনে হয়েছে এটি খুব ভালো একটি গল্প, তাই অভিনয় করছি। আশা করি বরাবরের মতো এবারও আমাদের নাটক দর্শকদের ভালো লাগবে।’
উল্লেখ্য, গত রোজার ঈদে এই জুটি অভিনীত হাইওয়ে নাটকটি প্রচারিত হয়। নাটকটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।