Categories: বিনোদন

‘পাখি’কে নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ করলেন জয়া ও সাবা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্টার জলসাখ্যাত অভিনেত্রী ‘পাখি’ ওরফে মধুমিতা চক্রবর্তীকে নিয়ে মিথ্যা খবর প্রকাশ করার প্রতিবাদ করলেন বাংলাদেশের দুই অভিনেত্রী জয়া ও সাবা।

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি অভিনেত্রী হলেন মধুমিতা চক্রবর্তী। স্টার জলসাতে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ভারত ও বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেন মধুমিতা চক্রবর্তী। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের কয়েকটি অনলাইন পোর্টাল তাঁকে নিয়ে মিথা খবর ও তাঁর বিকৃত ছবি প্রকাশ করেছে।

বিষয়টি নিয়ে কোলকাতার লালবাজারে কোলকাতা পুলিশের প্রধান কার্যালয়ে গিয়ে বাংলাদেশের তিনটি অনলাইন পত্রিকার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগও করেছেন মধুমিতা। তবে সাংবাদিকদের অনলাইন পত্রিকা তিনটির নাম প্রকাশ করেননি।

Related Post

মধুমিতার দাবি হলো, গত সপ্তাহে কয়েকটি বাংলাদেশী ওয়েবসাইট তাঁর সম্পর্কে ভুয়া ‘দেহব্যবসা’র খবর প্রকাশ করে। খবরের সঙ্গে ওয়েবসাইটগুলোতে তাঁর ছবি বিকৃত করে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন মধুমিতা চক্রবর্তী।

অনলাইনে এরকম ভুয়া খবর এবং বিকৃত ছবি প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং সোহানা সাবা। এই দুজনই সম্প্রতি বেশকিছু ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

মধুমিতা চক্রবর্তীর অভিযোগ সম্পর্কে টাইমস অব ইন্ডিয়াকে জয়া আহসান বলেন, ‘এটা খুবই দুঃখজনক। নারীরা সবসময়ই এই ধরণের হেনস্তার শিকার হন। নারীদের নিয়ে এমন সব মন্তব্য করা হয় মাঝে-মধ্যেই যেটা শালীনতার সীমা ছাড়িয়ে যায়’।

জয়া নিজেও অনলাইনে এ ধরণের হেনস্তার স্বীকার হয়েছেন দাবি করে বলেছেন, “যখন আমার ‘রাজকাহিনী’ ছবিটি মুক্তি পেলো তখন আমাকে নিয়েও নানা ধরণের কথা বলা হয়েছে। ছবিতে আমি নাকি একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছি। আমি ছবিটির চিত্রনাট্য লিখিনি বা পরিচালনাও করিনি। আমি শুধু আমার অংশের দৃশ্যগুলোতে পরিচালকের নিদের্শনা অনুযায়ী অভিনয় করেছিমাত্র। তারপরও আমাকে নানারকম বাজে মন্তব্য শুনতে হয়েছে।’

জয়া বলেছেন, এ ধরণের ভুয়া খবরের বিরুদ্ধে তিনি নিশ্চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘এ ধরণের ভুয়া খবর যেসব নিউজ পোর্টাল ছড়ায়, সেগুলো খুবই ছোট ওয়েবসাইট, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠেছে এগুলো। নিজের বাসায় বসে অনেকেই এরকম ওয়েবসাইট চালায়। এসব সাইটের মূল উদ্দেশ্যেই থাকে হিট বাড়ানো। ‘পাখি’ চরিত্রটি বাংলাদেশের দর্শকদের কাছে খুব জনপ্রিয়। আর সে কারণেই মধুমিতাকে নিয়ে এসব খবর করা হয়েছে”।
জয়া বলেছেন, তিনি চান মধুমিতা যেনো ন্যায়বিচার পান। অপসাংবাদিকতার বিরুদ্ধে এই লড়াইয়ে তিনি সব সময় মধুমিতার পাশে আছেন।

আরেক বাংলাদেশী অভিনেত্রী সোহানা সাবাও মুখ খুলেছেন। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘প্রতিবাদ করতে শেখাটা এটি গুরুত্বপূর্ণ বিষয়। মধুমিতা প্রতিবাদ করে ঠিক কাজটিই করেছেন। আমার মনে হয় এখনই সময় এসেছে, আমাদের সবারই এ ধরণের ভুয়া খবরের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত’।

This post was last modified on আগস্ট ২৩, ২০১৬ 12:26 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

চকোলেট খেলেই অ্যালার্জি! কোন কোন উপসর্গ দেখা দেয়?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চকোলেট থেকেও কী অ্যালার্জি হতে পারে? শুনলে সত্যিই অবাক লাগে।…

% দিন আগে

কী কারণে কোটি কোটি জিমেইল বন্ধ করার সিদ্ধান্ত নিলো গুগল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিমেইল বর্তমান বিশ্বে জীবনের একটি গুরত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সেটি…

% দিন আগে

হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে গেলে এর পিছনে কী ডায়েটের কোনও ভূমিকা রয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে গেলো। এই বিষয়ে পুষ্টিবিদরা…

% দিন আগে

ভাইজান সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’ এর এক গানে ২০০ নৃত্যশিল্পী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড ভাইজান সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’ ২০২৫ সালের ঈদে…

% দিন আগে

আবারও ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ফিলিস্তিনি নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও…

% দিন আগে

কর্মহীন পুত্রের অত্যাচারে বাধ্য হয়ে ৫৫ বছর বয়সী বৃদ্ধা টোটোর হ্যান্ডল ধরলেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৃদ্ধার পুত্র কর্মহীন। টাকার জন্য সব সময় অশান্তি করে, মারধরও…

% দিন আগে