চীন দাবি করেছে, ‘রক্তাক্ত ওমরানের সেই ছবিটি ভুয়া’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরে বিধ্বংসী বিমান হামলায় আহত শিশু ওমরানের সেই ছবিটিকে চীন ভুয়া বলে দাবি করেছে!

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরে বিধ্বংসী বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচ হতে শিশু ওমরানকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর রক্তাক্ত শরীরে অ্যাম্বুলেন্সে ভাবলেশহীনভাবে বসে থাকা শিশু ওমরানের সেই ছবিটিকে ভুয়া দাবি করেছে চীন। দেশটির সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রচারণা যুদ্ধের অংশ হিসেবেই পশ্চিমা বিশ্ব এমন একটি ভুয়া ছবি ব্যবহার করে থাকতে পারে।

গত ১৭ আগস্ট রাতে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত কাতারজি জেলায় সিরিয়া সরকার ও রাশিয়ার বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচ হতে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় ওমরানকে উদ্ধার করা হয়। ওই হামলায় ওমরানের এক ভাইও নিহত হয়েছে। ওমরানকে উদ্ধারের সেই ভিডিও ফুটেজ বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। তবে কাতারজি এলাকায় হামলা অস্বীকার করেছে রাশিয়া।

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করে বেইজিং। তাছাড়া দেশটি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধে হস্তক্ষেপের জন্য চীন সব সময় পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করে আসছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সমালোচকরা মনে করেন যে, ভিডিওটি একটি প্রচারণা যুদ্ধেরই অংশ; এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে সিরিয়া যুদ্ধে জড়িয়ে পড়া পশ্চিমা দেশগুলোর জন্য একটি মানবিক অজুহাত তৈরি করা।

সিসিটিভি উদ্ধারকাজের ধীরগতির সমালোচনা করে বলেছে, উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার কাজ পরিচালনা না করে দ্রুত ক্যামেরা বসিয়েছেন। ছবিটি পোজ দিয়ে তোলা হয়েছে? নাকি অতিরঞ্জিত? সব মিলিয়ে ভিডিওটি ভুয়া বলে সন্দেহ করা হচ্ছে।

তবে সিসিটিভি অবশ্য সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের অভিযুক্ত করেছেন; যারা ওই ছবিটি তুলেছেন। এতে আরও বলা হয়, সিরীয় নাগরিকদের জমায়েত করা হয়েছিল, প্রকৃতপক্ষে এটি করেছে সংকটকালীন উদ্ধারকারী নামে একটি সংগঠন। যার প্রতিষ্ঠাতা ও প্রধান ব্যক্তিরা ব্রিটেনের সামরিক বাহিনীর কর্মকর্তা।

উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজকে ভুয়া দাবি করা এটিই প্রথম নয় চীনের। এর পূর্বে, ২০০৯ সালে রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া নিউজ অ্যাজেন্সি তিব্বতের নির্বাসিত সরকারের প্রকাশিত একটি ভিডিওকে ভুয়া দাবি করে চীন।

This post was last modified on আগস্ট ২৪, ২০১৬ 10:50 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আপনি কী জনেন দিবানিদ্রার অভ্যাসে বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনের বেলায় ঘুমানোকে আমরা ভাত ঘুম বলে থাকি। তবে দিনের…

% দিন আগে

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল…

% দিন আগে

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে