দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে প্রথমবারের মতো ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ।
১২ আগষ্ট মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘নিয়তি’তে সংযোগ ঘটেছে দুই ভিন্ন চরিত্রের সৃজনশীল মানুষকে। একজন হলো চিত্রপরিচালক জাকির হোসেন রাজু। অপরজন হলেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।
এই দুই তারকার আরও একটি চলচ্চিত্র হলো ‘ভালো থেকো’। তাদের আরও একটি ছবির শুটিং শুরু হয়েছে। ছবিটির নাম ‘প্রেমী ও প্রেমী’। এই ছবিটিতে প্রথমবারের মতো ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ।
ছবিটির কাহিনী এমন: ধনী পরিবারের মেয়ে নুসরাত ফারিয়ার সঙ্গে পরিচয় ঘটে শুভর। চলতে চলতে এক সময় দুজনে বাঁধা পড়বেন এক সুতায়। এই হলো ‘প্রেমী ও প্রেমী’র গল্পসংক্ষেপ। হলিউডের বিখ্যাত ‘ট্যাক্সি ড্রাইভার’ হতে শুরু করে বলিউডের ‘রাজা হিন্দুস্তানি’সহ অনেক ছবিতেই ড্রাইভারের চরিত্র দর্শকপ্রিয়তা পেয়েছে। ঢালিউডেও ‘ঢাকা ৮৬’ ছবি তৈরি হয়েছিলো ড্রাইভার চরিত্রকে কেন্দ্র করে।