দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের স্ত্রীর লাশ ঘাড়ে করে বহন করেছিলেন এক ব্যক্তি। ভারতের সেই অসহায় ব্যক্তিকে সাহায্য পাঠাবেন বাহরাইনের প্রধানমন্ত্রী।
ওই ব্যক্তি হাসপাতাল হতে মৃত স্ত্রীর লাশ নেওয়ার সময় কোনো সহযোগিতা এমনকি কোনো অ্যাম্বুলেন্সও পাননি। বাধ্য হয়ে মৃত স্ত্রীকে কাঁধে নিয়েই ৬০ কিলোমিটার দূরে বাড়ির উদ্দেশ্য হাঁটা শুরু করেছিলেন ভারতের ওড়িশার কালাহান্ডি জেলার দানা মাঝি নামের ওই ব্যক্তি।
মৃত স্ত্রীর লাশ নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছিলেন ওই অসহায় ব্যক্তি। তবে ঘটনাটি এক সাংবাদিকের নজরে এলে তার সহযোগিতায় বাকি পথটুকু অবশ্য লাশটি অ্যাম্বুলেন্সেই নিয়ে যাওয়া হয়।
এমন একটি হৃদয় বিদারক কাহিনী রীতিমত আলোড়ন তুলেছে বাংলাদেশসহ বিশ্ব গণমাধ্যমে। অসহায় সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
এরপর ভারতের অনেকেই তারদিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তবে এবার নতুন খবর হলো- আন্তর্জাতিক একটি চ্যানেলে খবর দেখার সময় বাহরাইনের প্রধানমন্ত্রীর চোখে পড়ে যায় ভারতের দানা মাঝির এই ছবিটি। খবর দেখার পরই বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খালিফা বিন সলমন আল খালিফা ঠিক করেন, দানা-কে তিনি আর্থিক সাহায্য পাঠাবেন।
দ্য গাল্ফ ডেইলি নিউজের রিপোর্টে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী এই খবর দেখার পর খুবই হতাশ হয়ে পড়েন। তিনি অনুভব করেন যে, এই মানুষটির জন্য মানবিকতার খাতিরেই কিছু করা উচিত। তিনি শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনা দেখতে পারেন না। সেই মতো তার দপ্তর হতে ভারতের বাহরাইন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। দূতাবাসের মাধ্যমেই তিনি দানা মাঝি ও তার পরিবারকে আর্থিক সাহায্যে পাঠাবেন।’ তবে টাকার অঙ্ক অবশ্য উল্লেখ করা হয়নি এখনও।
This post was last modified on সেপ্টেম্বর ৭, ২০১৬ 9:54 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্টেম কোষ থেরাপিতে পক্ষাঘাতও সারিয়ে ফেলা সম্ভব হবে। যে কারণে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় অনলাইন সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী গুলশান আরা আহমেদ ইন্তোকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিলো মিশর। সোমবার আল জাজিরা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্যাশন সরণিতে মডেলরা যেভাবে ‘ক্যাটওয়াক’ করে, অ্যালিগেটরের হাঁটার ধরনেও ঠিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ২ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সজনে ডাঁটায় রয়েছে অনেক গুণ। এই সজনে ডাটায় যে যে…