মৃত ব্যক্তির নামে কী কোরবানি দেওয়া জায়েজ?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোরবানির ঈদ এলে কোরবানি দিতে গিয়ে নানা রকম প্রশ্ন জাগে। যেমন মৃত ব্যক্তির নামে কী কোরবানি দেওয়া জায়েজ? এই প্রশ্নও জাগে। আসুন জেনে নেওয়া যাক বিষয়টি।

ফাইল ফটো

মুসলমানদের ধর্মীয় বড় অনুষ্ঠানের একটি হলো ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদ। কোরবানি ঈদ এলে আমাদের মনে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। যেমন মৃত ব্যক্তির নামে কী কোরবানি দেওয়া জায়েজ? এই প্রশ্নও জাগে। আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

একেবারে দ্বারপ্রান্তে পবিত্র ঈদুল আযহা। ঈদের নামাজ শেষ করে আমরা কোরবানি করে থাকি। নামাজের পর শুরু হয় পশু কোরবানি করা। মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ কিনা বা কাদের নামে কোরবানি করা জায়েজ-এই বিষয়ে জ্ঞান থাকাটা খুবই জরুরি।

Related Post

ফাইল ফটো

মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি করা জায়েয। তবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করে থাকে তাহলে কোরবানিটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে। কোরবানির স্বাভাবিক গোশতের মতোই সেটি নিজেরাও খেতে পারবে। আবার আত্মীয়-স্বজনকেও দেওয়া যাবে। তবে যদি মৃত ব্যক্তি কোরবানির জন্য ওসিয়ত করে গিয়ে থাকেন তাহলে এর গোশত নিজেরা খেতে পারবে না। সেক্ষেত্রে গোশত গরীব-মিসকীনদের মাঝে সদকা করে দিতে হবে। [মুসনাদে আহমদ ১/১০৭, হাদীস ৮৪৫, ইলাউস সুনান ১৭/২৬৮, রদ্দুল মুহতার ৬/৩২৬, কাযীখান ৩/৩৫২]

এক ব্যক্তির প্রশ্ন ছিলো প্রতিবছর তাদের ৬ ভাই একটি গরু কোরবানি করে থাকেন। একটি গরুতে যেহেতু ৭ জন শরিক হতে পারে তাই এবার তারা পশুর ৭ম ভাগটি ইছালে ছওয়াবের উদ্দেশে মৃত পিতার পক্ষ হতে কোরবানি দিতে চেয়েছেন। এভাবে মৃত পিতার পক্ষ হতে কোরবানি করলে তা কী সহীহ হবে? বা ওই ভাগের গোশত কী তারা খেতে পারবে?

এর উত্তর হলো হ্যাঁ, ৬ জন মিলে ৭ম অংশ পিতার পক্ষ হতে কোরবানি করলে তা সহীহ হবে এবং তারা ওই ভাগের গোশত খেতে পারবেন। তবে এই পদ্ধতি অবশ্য উত্তম পদ্ধতি নয়। এক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো, সবাই মিলে এক অংশের টাকা এক ভাইকে মালিক বানিয়ে দিতে হবে। তখন ওই ভাই পিতার পক্ষ হতে কোরবানি করবে। এতে করে এটি নিয়মসম্মত হবে ও সকলে সওয়াবও পেয়ে যাবেন। এই অবস্থায়ও মৃত পিতার পক্ষ হতে দেওয়া ভাগের গোশত কোরবানিদাতার হবে। সে তা নিজেও খেতে পারবেন, আবার সদকাও করতে পারবে। আবার অন্য শরিককে হাদিয়াও দিতে পারবে। [সুনানে আবু দাউদ, হাদীস: ১৮৫; বাদায়েউস সানায়ে ৪/২০৯; আদ্দুররুল মুখতার ৬/৩২৬; আলমুহীতুল বুরহানী ৮/৪৭৮]

This post was last modified on জুলাই ৩০, ২০২০ 9:50 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে