দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১১ সালের মার্চ হতে শুরু হওয়া সংঘর্ষে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে বলে আন্তর্জাতিকভাবে নতুন করে যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিন গত মঙ্গলাবার একজন পর্যবেক্ষক নতুন এই তথ্য দিয়েছেন।
সংবাদ সংস্থার খবরে জানানো হয়, সিরিয়ায় পরিস্থিতি পর্যালোচনাতে সক্রিয় মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, নিহত ৩ লাখ ১ হাজার ৭৮১ জনের মধ্যে ৮৬ হাজারই সাধারণ মানুষ। এদেরমধ্যে আবার শিশু ১৫ হাজার ৯৯ জন ও নারী রয়েছে ১০ হাজার ১৮ জন।
যুক্তরাজ্যভিত্তিক এই পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানিয়েছে, বিদ্রোহীদের হাতে নিহত হয়েছে ৫২ হাজার ৩৫৯ জন। নিহতের মধ্যে আবার মোট ৫৯ হাজার সিরীয় সেনা নিহত হয়েছেন। সিরীয় সরকারের পক্ষে লড়াই করে ইরান, ইরাক ও লেবাননের মিত্র বাহিনীর ৪৮ হাজার ৪৮ জন নিহত হয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, জঙ্গি গোষ্ঠী আইএস ও ফাতাহ আল শাম ফ্রন্ট (আল-কায়েদা) এর হাতে নিহত হয়েছে ৫২ হাজার ৩১ জন। তবে নিহতদের মধ্যে ৩ হাজার ৬৪৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।