The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অনলাইনে গর্ভবর্তী মায়েদের শরীরচর্চা শেখাবেন কারিনা কাপুর!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমরা সবাই জানি মা হতে চলেছেন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর। তিনি জানেন কিভাবে গর্ভবর্তী মায়েদের সুস্থ্য থাকতে হয়। তিনি অনলাইনে শরীরচর্চা শেখাবেন।

kareena-kapoor-health-tips

তিনি নিজে যেভাবে প্রস্তুতি নিচ্ছেন হবু মায়েদের শেখাবেন সেইসব শরীরচর্চা। বিশেষ করে মোটা হয়ে যাওয়ার সমস্যা, অপুষ্টি ও গর্ভাবস্থা নিয়ে খোলাখুলি আলোচনা করবেন কারিনা। তারজন্য কারিনা একটি অনলাইন টক শোতে হাজির হবেন বলে জানানো হয়েছে।

জানা গেছে, সেলিব্রিটি নিউট্রিশনিস্ট রুজুতা দিভেকরের সঙ্গে হাত মিলিয়ে এই শো-টি চালু করছেন করিনা। তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন তার ছিপছিপে চেহারা ও ঝকঝকে ত্বকের নানা রহস্য সম্পর্কে। গর্ভবর্তী মায়েদের শেখাবেন ঠিকমতো খাওয়া-ঘুম-শরীরচর্চাসহ প্রয়োজনীয়তা বিষয়।

জানা যায়, তিন পর্বে হবে এই শো-টি। প্রথম এপিসোড সরাসরি দেখানো হবে আজ (সোমবার)। দ্বিতীয় পর্বের লাইভ স্ট্রিমিংটি হবে অক্টোবর মাসের মাঝামাঝিতে। ডেলিভারির পর কারিনা কাপুর সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে শেষ পর্বটি দেখানো হবে লাইভ।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...