দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত জেমস ক্যামরুনের বিখ্যাত সিনেমা ‘অ্যাভাটার’ সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয়তা পায়। ‘অ্যাভাটার’ সিক্যুয়েল এবার ফিরছে পরিবারের গল্প নিয়ে।
অ্যাভাটারের সেই জনপ্রিয়তা ধরে রাখতে নির্মাতারা ছবিটির সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই ২০০৯ সালের পর হতে সাই-ফাই সিনেমা ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবার নতুন অবতারে ফিরবে এই ছবিটি। অপেক্ষারত সিনেমাপ্রেমীদের জন্য জেমস ক্যামেরুন এবার জানালেন, এবার পারিবারিক গল্প নিয়ে হাজির হবে ‘অ্যাভাটার’ সিক্যুয়েল।
জেমস ক্যামেরন জানালেন ছবিটি ফিরছে তার ২য় পর্ব নিয়ে। আগামী বছর ২০১৭ সালেই এই ছবির প্রোডাকশনের কাজ শুরু করতে চান পরিচালক।
ভক্তদের জন্য আপাতত তিনি সিক্যুয়েলের কাহিনী সম্পর্কে জানিয়েছেন, এবার গল্প এগোবে জেক ও নেয়তিরির সাংসারিক জীবন এবং তাদের সন্তানদের নিয়ে। ২০২০ সালের মধ্যে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।