মৃত মায়ের পাশে ৯ মাস ধরে দুই ভাই!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মায়ের জন্য কার না মন কাঁদে? তাই বলে মৃত মায়ের পাশে ৯ মাস! ঘটনাটি ঘটেছে ভারতে।

৮৫ বছরের বৃদ্ধা ননীবালা সাহা থাকতেন ভারতের হরিণঘাটার ৯নং ওয়ার্ডে। তার সঙ্গেই থাকতেন তার দুই অবিবাহিত ছেলে অরুণ (৬৫) এবং অজিত (৫৫)।

গাছগাছালিতে ঘেরা টালির চালের ওই বাড়ির আশেপাশে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছিল না ননীবালা দেবীকে। তাতে করে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা অরুণ এবং অজিতকে মায়ের কথা জিজ্ঞাসা করলে, তারা সবসময়ই বলতেন, মা ভালো আছেন।

Related Post

কিন্তু প্রতিবেশীরা লক্ষ করেন যে, রোজ দুই ভাই বাইরে হতে খাবার কিনে আনছেন। এতে সন্দেহ আরও গাঢ় হওয়ায়, সম্প্রতি একদিন দুর্গাপূজার চাঁদা তোলার নাম করে পাড়ার কয়েকজন ছেলে ঢুকে পড়েন ননীবালা দেবীর বাড়িতে। আর তখনই জানলার পর্দা সরিয়ে তারা দেখতে পান, খাটের উপর পড়ে রয়েছে একটি কঙ্কাল! সঙ্গে সঙ্গে তারা বিষয়টি হরিণঘাটা পৌর চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদ করা দুই ভাই অরুণ ও অজিতকে। প্রাথমিক জেরার পর তারা বলেছেন, গত ১৬ জানুয়ারি মা মারা গেছেন। ৯ মাস ধরে মায়ের দেহের সঙ্গেই থাকতেন তারা। মায়ের শরীরটি পচে গলে গেলেও, দুই ভাই সারা বাড়িতে কেরোসিন ঢেলে রাখতেন বলেই পাড়ার কেও কোনো দুর্গন্ধ পাননি বলে মনে করা হচ্ছে।

জানা যায়, বড়ভাই অরুণের আগে থেকেই মানসিক সমস্যা ছিল। তবে ছোটভাইকে নিয়ে এমন কোনো কথা শোনা যায়নি। তারপরও কেনো এমন একটি ঘটনা ঘটলো তা তদন্ত করছে পুলিশ।

This post was last modified on সেপ্টেম্বর ১৭, ২০১৬ 11:40 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে